1. admin@upokulbarta.news : admin :
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৩১ অপরাহ্ন

পিতার আদেশ

উপকূল বার্তা ডেস্কঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৭৪ বার পঠিত

কবিঃমোঃ হক সাহাব

পুত্র আমার বরের বেশে
চেয়ে আছে মুচকি হেসে
ওরে বাপরে বাপ,
বিয়ে আমি দেবো নারে
কম বয়সে পুত্রটারে
বলে দিলাম সাফ।

দেন মোহরটা যোগাড় করো
সংসারের হাল নিজে ধরো
কর্মে হয়ে বীর,
বধূ আনবে ঘরে তুলে
মর্মপীড়ন সকল ভুলে
উচু করে শির।

কত জনের কত ছেলে
পালায় তারা সুযোগ পেলে
তাদের মত নয়,
নিজের পায়ে দাঁড়ায় শেষে
পিতার আদেশ ভালোবেসে
তবেই পরিণয়।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা