1. admin@upokulbarta.news : admin :
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত খানপুর মেইনরোডে মাদক ব্যবসা জমজমাট ॥ পুলিশ নিরব বৃষ্টির প্রত্যাশায় ভোলায় ইস্তেস্কা নামাজ আদায় কক্সবাজারের জেলে পরিবারের নারীদের প্রাকৃতিক সম্পদের ব্যবহার করন সভা অনুষ্ঠিত বোরহানউদ্দিনে ওয়াশ মার্কেট সিস্টেম উন্নয়ন  বিষয়ক সভা ফকিরহাটে এসএসিপি প্রকল্প পরিদর্শনে আন্তর্জাতিক সংস্থা ইফাদ আলিপুরে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটরসাইকেল প্রতীকে গণসংযোগ বন্দরে ছেঁচড়া আলমগীরের মাদক ব্যবসায় যুব ও কিশোররা বিপথগামী ॥ প্রশাসনের হস্তক্ষেপ জরুরী তাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতারণ ভোলায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

স্থানীয় সরকারকে শক্তিশালী, কার্যকর ও স্বাবলম্বী করতে স্থানীয় জনপ্রতিনিধিদের সংঘবদ্ধ ও সংগঠনিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে

সহকারী সম্পাদকঃ
  • আপডেট সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৩৫ বার পঠিত

মোঃ কামরুল আলম।।

কোস্ট ফাউন্ডেশনে’র জন-প্রতিষ্ঠানসমূহে নাগরিকদের অংশগ্রহণ প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে উল্ল্যেখ করে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, ইউনিয়ন পরিষদগুলো এখন রাজস্ব বাড়াতে বাৎসরিক কর আদায়ে জোর দিচ্ছে, জনগণের অংশগ্রহণের মাধ্যমে ওয়ার্ড উন্নয়ন সভা অনুষ্ঠিত হচ্ছে এবং জনমতের ভিত্তিতে বার্ষিক বাজেট প্রণয়ন করা হচ্ছে, পঞ্চ বার্ষিক পরিকল্পনা করা হচ্ছে, সরকারি-বেসরকারি সকল উন্নয়ন সংস্থাগুলোকে সাথে নিয়ে সমন্বয় সভা করা হচ্ছে এবং নোটিশ বোর্ড ও ওয়েবসাইটগুলো নিয়মিত হালনাগাদ করা হচ্ছে, ফলে, ইউনিয়ন পরিষদের সেবার মান ও জবাবদিহিতা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে ।

এছারাও তারা প্রকল্পের চলমান কার্যক্রম অব্যাহত রাখার কৌশল নিয়ে মতামত ব্যাক্ত করেন এবং স্থানীয় সরকারকে শক্তিশালী, কার্যকর ও স্বাবলম্বী করতে নিজেদের সংগঠনিক সক্ষমতা বাড়ানোর প্রতিও গুরুত্বারোপ করেন। গত ২৭জুন ২০২২,কোস্ট ভোলা সেন্টারে অনুষ্ঠিত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও কার্যক্রম অব্যাহত রাখার কৌশল নির্ধারণ” শীর্ষক সভায় প্রকল্পের কর্ম এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবরা এই মতামাত ব্যাক্ত করেন, তারা বলেন দরিদ্রবান্ধব স্থানীয় সরকরার ব্যাবস্থা শক্তিশালী করার জন্য দীর্ঘ সময় আমাদের সাথে কোস্ট কাজ করেছে, আমরা চাই কোস্ট আরো সময় আমাদের সাথে কাজ করুক। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, কর্মএলাকার ইউপি চেয়ারম্যান, সচিব ও বিভিন্ন পর্যায়ের নাগরিক ফোরামের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রকল্প সংশ্লিষ্ট সকল কর্মীরা সভায় অংশগ্রহণ করেন। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডঃ তোফায়েল আহমেদ ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে প্রকল্পের উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অবস্থা সংকটাপন্ন, আর এই সংকট থেকে উত্তরনের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদেরকেই এগিয়ে আসতে হবে,সেটা হতে হবে সংঘবদ্ধভাবে এবং নিজস্ব সংগঠনিক সক্ষমতার মধ্য দিয়ে, কোন প্রকল্প বা দাতা সংস্থার দ্বারস্থ হয়ে নয়। তিনি আরো বলেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্তরের সমস্যাগুলোকে প্রথমে চিহ্নিত করতে হবে এবং প্রয়োজনীয় নীতিমালা ও সংস্কারের জন্য ধারাবাহিকভাবে নিজেদের উদ্যোগেই মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে হবে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা