1. admin@upokulbarta.news : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪১ পূর্বাহ্ন

কবিরা গরিবঃ মোঃ হক সাহাব

মোঃ হক সাহাব
  • আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১১৭ বার পঠিত

কবিরা হয় গরিব ভবে
বসে লিখে কাটে দিন,
যতই থাকুক দুঃখ কষ্ট
সুখের আশায় বাজায় বীণ।

বুকে কষ্ট চেপে রেখে
সবার সাথে হাসি পায়,
যদিও থাকে অনাহারে
অন্য লোকের বুঝা দায়।

দিব্যি বসে লিখে কষে
দেহে আছে স্বদেশ প্রেম,
দেশ বিরোধী অপশক্তির
কার্য দেখে তৈরী ফ্রেম।

কবির মনে যত কথা
ছন্দে ছন্দে লিখে যান,
অলৌকিক সেই শব্দ চয়ন
আরশ মালিক প্রভুর দান।

মনোনিবেশ সাহিত্যতে
মনের ভিতর নাহি লোভ,
অসৎ নোংরা বাজে কামে
বাড়ে কবির মনে ক্ষোভ।

কবি হবে সবার প্রিয়
ফুলের মত নরম মন,
তাই তো তারা লোভী হয় না
করতে অর্জন প্রচুর ধন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা