1. admin@upokulbarta.news : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪২ পূর্বাহ্ন

সে কাল এ কাল

সাহিত্য ও কবিতা সম্পাদকঃ
  • আপডেট সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১০৬ বার পঠিত

কবিঃ মোঃ হক সাহাব

আগের দিনে ছাত্র ছাত্রী
পড়ালেখায় দিবা রাত্রি
কাটতো তাদের বেলা,
সহপাঠী ছিলো যারা
মিলেমিশে থাকতো তারা
খেলতো কত খেলা।

শ্রদ্ধা ভক্তি গুরুজনে
সহানুভব ছিলো মনে
ব্যবহারে ভালো,
দেশ ও জাতির কল্যাণে আজ
করছে তারা নন্দিত কাজ
ছড়ায় দিলো আলো।

এই জামানার ছাত্র ছাত্রী
মুঠো ফোনের হলো যাত্রী
পড়ালেখা ভুলে,
অভিভাবক গুরুজনে
যতই বলুক যত্নের সনে
দেখে না বই খুলে।

বখাটেদের আড্ডায় মেতে
নেশা করে সুখটি পেতে
কথা নাহি শুনে,
নিজের ইচ্ছায় চলাফেরা
ছলনাতে হয় যে সেরা
মিথ্যা স্বপ্ন বুনে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা