1. admin@upokulbarta.news : admin :
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৫:১৭ অপরাহ্ন

লালমোহনে নদীর পাড় থেকে মাটি কাটায় হুমকির মূখে বেঁড়িবাধ

সহকারী সম্পাদকঃ
  • আপডেট সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২৯ বার পঠিত

সালমা জাহান বুলু, লালমোহনঃ

ভোলার লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ এলাকায় মেঘনা নদীর কিনার (পাড়) থেকে ভেকু দিয়ে মাটি কেটে নিচ্ছে ইট ভাটার মালিক। এতে হুমকির মূখে পড়েছে বেঁড়িবাধ।

যে কোন সময় বেঁড়িবাধ ভেঙ্গে পড়ার আশঙ্কায় আছে স্থানীয়রা। স্থানীয়রা জানান, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ গ্রামে মেঘনা নদীর কিনার থেকে অবৈধভাবে ভেকুদিয়ে মাটি কেটে নিচ্ছে চরফ্যাশন জনতা ব্রিক্স ফিল্ডের মালিক মোঃ মামুন। ব্রিক্স ফিল্ডের মালিককে মাটি কাটতে সহযোগিতা করছেন, ঐ এলাকার ছালাউদ্দিন।

এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, আমি মাটি কাটতে নিষেধ করার পরও ব্রিক্স ফিল্ডের মালিক নদীর কিনার থেকে ভেকু দিয়ে মাটি কাটছে। ব্রিক্স ফিল্ডের মালিক মোঃ মামুন জানান, তারা মাটি কিনে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা