1. admin@upokulbarta.news : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৯ পূর্বাহ্ন

বিচার চাই – রাসেল মাহমুদ

কারিগরি সম্পাদকঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ১১২ বার পঠিত

কত মেজর সিনহা ঘুমিয়ে আছে
দেখো এই বাংলার মাটিতে,
কত অপরাধী আজ ঘুরে বেড়ায়
দেখো বিচার নাই আদালতে।

কত আবরার ফাহাদ চলো গেলো
কেউ আসলোনা আর ফিরে,
কত রিফাতের রক্ত গেলো
জীবন ঝড়লো অকাতরে।

কত চাও আর এমন জীবন
তারা আসবে কি আর ফিরে,
কত রক্তের ফোঁটা ভাসবে আবার
বাংলার মাটি ও নদীর তীরে।

কত প্রদীপ আর লিয়াকতের
ফাঁসি হয়েছে অনেক আগে,
কত মৃত্যুদণ্ড কার্যকর হয়নি তো
প্রকাশ্যে ঘুরছে রাজপথে।

কত পীর আউলিয়া শহিদ হলো
বাতিলের বিরুদ্ধে লড়ে,
কত আলেম আজ বন্দি দেখো
জালিমের ঐ কারাগারে।

কত নির্দোষীদের জীবন গেলো
ক্রসফায়ার কিংবা ফাঁসির মঞ্চে,
কত মাজলুমানের আর্তনাদে
আকাশ-বাতাস কাঁপছে।

কত মা-বোনের সম্মান যে গেলো
রাস্তায়, ফুটপাতে বখাটের হাতে,
কত স্ত্রী আজ লাঞ্চিত হয়ে যায়
বিচার নাই কেনো তাতে।

কত বোন আজ ধর্ষিতার কাঁতারে
হিসাব রেখেছো কতজন,
কত পত্রিকা,টেলিভিশনের পর্দায়
বিচারের আড়ালে কত আয়োজন।

কত নির্যাতনে মারা গেলো শিশুটি
ধর্ষিত হলো যার মা-বোন,
কত জনের খোঁজ রেখেছো তুমি
নয় কি তারা তোমার আপন।

কত বিচারের ফন্দি আজ বন্দি
টাকা আর ক্ষমতার বলে,
কত লাশ পরে থাকে নর্দমায়
তবু ধর্ষনের সেঞ্চুরি চলে।

কত আর চাইবে বিচার তুমি
করবে কবে প্রতিবাদ,
কত দিন পার হলে জাগবে বিবেক
আর আসবে সুসংবাদ।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা