1. admin@upokulbarta.news : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন

মরণ একদিন আসবেই

কবিঃআব্দুল হক সাহাব
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ১৮২ বার পঠিত

কবিঃআব্দুল হক সাহাব

কে পাঠালেন দুনিয়াতে
কোথা থেকে এলে,
ভেবে দেখ আপন মনে
শয়ন ঘরে গেলে।

অস্থিত্বটা ছিল না যে
মানুষ বলার মত,
তবু কেন গায়ের জোরে
অপকর্ম শত?

ভুলে গিয়ে রবের কথা
চলছো দিবা রাতের সাথে,
হঠাৎ এক দিন এসে যাবে
আজরাইল জান নিতে।

কেউ জানেনা কখন আসবে
মরণ নামের খরব,
ইচ্ছে মত চলাফেরায়
থাকবে না তো দিশা।

একা ঘরে যেতে হবে
থাকবে না তো সাথী,
অন্ধকারে নিমজ্জিত
সেই ঘরের নেই বাতি।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা