1. admin@upokulbarta.news : admin :
সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৪:৪০ পূর্বাহ্ন

শিয়াল মামার বিয়েঃমোঃ হক সাহাব

মোঃ হক সাহাব
  • আপডেট সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৫৯ বার পঠিত

শিয়াল মামার বিয়ে হবে
করে যে ধুম ধাম,
তাই তো সকল পশু পাখি
করছে এন্তেজাম।

ব্যস্ত সকল পশু পাখি
করছে বিয়ের কাজ,
বরের সাথে যাত্রী বেশে
যাবে পশু রাজ।

বাজবে সানাই বাজবে বাঁশি
সে কি মহাসুর,
শিয়াল মামার শশুর বাড়ি
পাশের অচিন পুর।

ছুটল সকল কনের বাড়ি
প্রাণে রেখে ভয়,
সিংহ মামা বদ মেজাজি
প্রাণটা যেন রয়।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা