1. admin@upokulbarta.news : admin :
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলায় আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত বোরহানউদ্দিনে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত রাজশাহীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ইএসডিও লালমোহনে ভয়াবহ আগুনে ১৪ দোকান ভস্মীভূত ফকিরহাটে দুটি ক্লিনিকে ১লাখ ৪০হাজার টাকা জরিমানা ফকিরহাটে ভেনামী চিংড়ির বানিজ্যিক চাষ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বন্দরের শীর্ষ সন্ত্রাসী ক্যাপ রোমানের বাহিনী এখনো সক্রিয় শীর্ষ সন্ত্রাসী ক্যাপ রোমানের মৃত্যুতে এলাকায় ফিরে এসেছে স্বস্তি বন্দর মুছাপুরে প্রকাশ্যে চলছে ফসলি জমির মাটি বিক্রি এ যেন দেখার কেউ নেই আড়াইহাজার উপজেলা বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত সিদ্ধিরগঞ্জে মামলাকৃত জমিতে জজকোর্টের নিষেধাজ্ঞা থাকা অবস্থায় জোরপূর্বক স্থাপনা

ভোলা দুলার হাট বঙ্গবন্ধু ফুটবল ফাইনাল টুর্ণামেন্টে অফিসপাড়া একাদশের শিরোপা জয়।

স্টাফ রিপোটার, ভোলাঃ
  • আপডেট সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ১৩৮ বার পঠিত

বাংলাদেশ ছোট একটি দরিদ্র দেশ। অথচ খেলাধূলার ক্ষেত্রে পিছিয়ে নেই। তবে স্বরন রাখা চাই যে জাতি খেলাধূলায় যত বেশি পারদর্শী পৃথিবীতে সে জাতি তত বেশি পরিচিতি লাভ করছে। কারন শরীর কে সুস্থ্য ও মনকে সতেজ রাখতে ফুটবল খেলার গুরুত্ব অপরিসীম। তারই ধারাবাহিকতায় ভোলা চরফ্যাশন পশ্চিমাঞ্চল দুলার হাট হাসপাতাল রোডে বন্ধু মহল হাউজিং প্রকল্পে বঙ্গবন্ধু হকিবার ফুটবল টুর্ণামেন্ট (২০২১-২২) ফাইনালে শক্তিশালী “দুলার হাট অফিসপাড়া ফুটবল একাদশ বনাম নীলকমল চরযমুনা আদর্শপাড়া ফুটবল একাদশ এর মধ্যকার খেলায়(২-১) গোলে শিরোপা জয় করলেন দুলার হাট অফিস পাড়া ফুটবল একাদশ। মাত্র ১২ মিনিটে অফিসপাড়া ফুটবল একাদশের মোঃ রায়হানের পায়ে প্রথম গোলটি আসে।

ম্যাচের বিরতির পর নীলকমল চরযমুনা আদর্শপাড়া ফুটবল একাদশ গোলটি পরিশোধে (১-১)সমতায় ফিরে।পরে আম্পায়ার ও বিচারকের সিদ্ধান্তে ৯০ মিনিটের পর ট্রাইবেকারে (২-১) গোলে দুলার হাট অফিসপাড়া ফুটবল একাদশ শিরোপা ট্রপি অর্জন করেন। উল্লেখ্য টুর্ণামেন্টে ১.দুলার হাট অফিসপাড়া ফুটবল একাদশ ২.নীলকমল চরযমুনা আদর্শপাড়া ফুটবল একাদশ ৩.আহাম্মদপুর ফুটবল একাদশ ৪.আলীবাজার ফুটবল একাদশ ৫. দুলার হাট কলেজ পাড়া ফুটবল একাদশ ৬.মাতব্বর বাড়ি ফুটবল একসময় ৭.দুলার হাট দুরন্ত ফুটবল একাদশ ৮.নজিরমাজির হাট ফুটবল একাদশ অংশগ্রহণ করেন।

ম্যাচেটি ১৬ ডিসেম্বর শুরু হয়ে আজ(২ জানুয়ারি) ২০২২ ফাইনালে ট্রপি গ্রহন দুলার হাট অফিসপাড়া ফুটবল একাদশের অধিনায়ক মোঃ দেলোয়ার। হাজার দর্শকের উপস্থিতিতে বঙ্গবন্ধু হকিবার ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি দুলার হাট থানার সেকেন্ড অফিসার মোঃশহিদুল ইসলাম, বিশেষ অতিথি দুলার হাট বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ রুহুল আমিন মিয়া,ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সহ- সভাপতি ও চরফ্যাশন উপজেলা পুস্তক প্রকাশন ও বিক্রেতা সমিতির সভাপতি এবং শিক্ষক এ,কে এম গিয়াসউদ্দিন (বাচ্চু), প্রভাষক মোঃ কবির, নুরাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা