দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
এরপূর্বে হাই কোর্টের সামনে থেকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন’র নেতৃত্বে লালমোহন ও তজুমদ্দিনের কয়েক হাজার নেতাকর্মীর একটি বিশাল মিছিল বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করাই আমার মূল লক্ষ। এ সময় লালমোহন ও তজুমদ্দিন উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমপি নূরুন্নবী চৌধুরী শাওন সকলের নিকট দোয়া চেয়েছেন।