বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জননেতা স্বপন দাশের ৬৮তম জন্মদিন। বুধবার দিনব্যাপি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক পরিমণ্ডলে তাঁর জন্ম দিন পালিত হয়েছে।
জননেতা স্বপন দাশ বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের পৃষ্ঠপোষক। তিনি স্মার্ট ফকিরহাটের প্রবক্তা ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ।
তাঁর জন্মদিন উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন বয়সী সাধারণ মানুষ পৃথকভাবে তাঁর জন্মদিন পালন করেছে।
জনপ্রিয় ও স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে পরিচিত স্বপন দাশ বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন-এর অত্যান্ত আস্থাভাজন। তিনি ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদকে বাংলাদেশের শ্রেষ্ঠ মডেল ইউনিয়ন পরিষদের রূপান্তর, দেশে প্রথম উন্মুক্ত ওয়ার্ড সভা চালু, ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন চেঞ্জরুম, অর্গানিক বেতাগা, স্কুল কলেজ প্রতিষ্ঠা, বিভিন্ন শিক্ষাবৃত্তিসহ জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে দেশে ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।
তাঁর জন্মদিনে গভীর রাত পর্যন্ত বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।#