স্টাফ রিপোর্টারঃ :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোলার লালমোহনে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৭ টায় ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে থানার মোড়ে অবস্থিত উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে মোল্লা জামে মসজিদ সংলগ্ন স্থানে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, সংবিধান মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে দেশের জনগণ তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে। এ দেশের মালিক জনগণ, জনগণই আওয়ামী লীগকে জয়ী করবে। কারণ আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।