আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে ফকিরহাটে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। রোববার (১২ নভেম্বর) বিকাল ৫টায় ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ আনন্দ মিছিল বের হয়।
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশের নেতৃত্বে মিছিলটি ফকিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। এসময় তিনি ১৩ নভেম্বর নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে প্রধানমন্ত্রীর সমাবেশে যেতে নির্দেশনা প্রদান করেন।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, শেখ মুস্তাহিদ সুজা, সাধারণ সম্পাদক সাহেব মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. হিটলার গোলদার, সাংগঠনিক সম্পাদক সরদার ইমরান আলী লিটু, মল্লিক আসলাম আলী, দপ্তর সম্পাদক নির্মল কুমার দাশ, সহদপ্তর সম্পাদক আহসান টিটু, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. কামরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক মজনেয়ার রহমান, কোষাধ্যক্ষ শেখ সরোয়ার হোসেন, ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, নলধা-মৌভোগ ইউনিয়ন সভাপতি সরদার আমিনুর রশীদ মুক্তি, মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর শেখ, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি শেখ ইমরুল হাসান, শ্রমিক লীগের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ শরীফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।