বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে অধ্যায়নরত ছাত্রীদের প্রিয়ডকালীন স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় চেঞ্জরুম তৈরী করা হয়েছে। প্রয়োজনের সময় এখানে সংরক্ষিত স্যানিটারী প্যাড, অষুধ, বিভিন্ন পরিচ্ছনতা সামগ্রী ছাত্রীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে কলেজটির স্বপন দাশ অডিটোরিয়ামে এ কার্যক্রম সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সহকারি অধ্যাপক সালমা খাতুন, মোসা. আতাউন্নেছা, প্রভাষক শেখ মাহবুবা ফিরদৌসী, অন্জু বিশ্বাস, শিক্ষার্থী তানজিলা খাতুন, চম্পা বিশ্বাস প্রমুখ। চেঞ্জরুমের ব্যবহার বিধি সহ সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য কলেজের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ছাত্রীদের চেঞ্জরুমটি ১৭ অক্টোবর জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি শুভ উদ্বোধন করেন।