বাগেরহাটের ফকিরহাটে হরতাল, অবরোধ ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার (৬ নভেম্বর) বিকেল ৫টায় কাটাখালী মোড় চত্ত¡র থেকে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশের নেতৃত্বে মটরসাইকেল যোগে শান্তির মহড়া বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক-মহাসড়ক প্রদক্ষিন করে কাটাখালী মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। এছাড়া অপর একটি মহড়া ফকিরহাট সদর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ডাকবাংলো মোড়ে এসে শেষ হয়। উক্ত মহড়ার নেতৃত্ব দেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম সাহেব।
পরে শান্তি সমাবেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ বলেন, দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে।