হরতাল অবরোধের নামে বিএনপির অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বোরহানউদ্দিনে শান্তি সমাবেশ করেন বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (৪ নবেম্বর) বিকাল ৪ টায় বোরহানউদ্দিন উপজেলা সড়কে সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি। এসময় তিনি তার বক্তব্যে বলেন, হরতাল অবরোধের নামে বিএনপি ও জামায়াত দেশ জুড়ে অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও, নৈরাজ্য শুরু করেছে। আওয়ামী লীগ তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড কে ভয় পায় না। সরকার গণতন্ত্র তথা নির্বাচন কার্যক্রমকে যেমন এগিয়ে নিয়ে যাবে, তেমনি এ সব অপশক্তিকে শক্ত হাতে দমন করবে।
তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে আবার সরকার গঠন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিয়া, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম খান, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার সহ বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সাংগঠনের নেতাকর্মী গন উপস্থিতি।
এর আগে সকাল ৮ ঘটিকায় ঢাকা থেকে লঞ্চ যোগে যাত্রা করলে, দুপুর ১:৩০ মিনিটে ইলিশা লঞ্চ ঘাটে পৌছালে।
বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার নেতাকর্মীরা ৩ হাজার মোটরসাইকেল শোডাউন দিয়ে এমপি মুকুল কে শুভেচ্ছা জানান।