বাগেরহাটের ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া একই দিন উপজেলা পরিষদের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।