দেশব্যাপী বিএনপি-জামায়াত কর্তৃক নৈরাজ্যের প্রতিবাদে ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন’র নির্দেশে লালমোহন পৌরসভা আওয়ামীলীগ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, পৌরসভা মহিলালীগ, যুব মহিলালীগসহ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার সকাল ১১টায় লালমোহন চৌ-রাস্তার মৌড় থেকে মিছিলটি শুরু হয়ে থানার মৌড়ে গিয়ে শেষ হয়। সেখানে বিএনপি, জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহ্ববায়ক মঞ্জু তালুকদার, আঃ খালেক সওদাগর, পৌর মহিলালীগের আহ্ববায়ক সালমা জাহান বুলু, যুগ্ম-আহ্ববায়ক পারভীন আক্তার, পৌর কাউন্সিলর ইমাম হোসেন, ফরহাদ হোসেন মেহের, আনোয়ার হোসেন হিরন, যুব লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুব মহিলা লীগের সভাপতি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক ইয়াছমিন আক্তারসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ, মহিলালীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।