তীব্র বাতাস আর বৃষ্টিতে গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় শুরু হয় ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডব। পুরো শহরজুড়ে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। উত্তাল হয়ে পড়ে সমুদ্রসৈকত। সাথে বেড়ে যায় পানির উচ্চতাও। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় কক্সবাজার।
রাত ০৯:০০ টায় কুতুবদিয়ায় আঘাত হানে সাইক্লোন হামুন,‘ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবে উদ্ভূত দুর্যোগ পরিস্থিতি মোকাবেলাসহ আপদকালীন সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কোস্ট ফাউন্ডেশন কুতুবদিয়া শাখায় জাপান জাইকার অর্থায়নে ও পিকেএসএফ এর সহায়তায় সাইক্লোন সুরক্ষা প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রকল্পের শর্তানুসারে আজ ২৫ অক্টোবর ২১৭ জনের মধ্যে ১ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা জরুরি অর্থ সহায়তা প্রদান করে। ২৬ অক্টোবরের মধ্যে সর্বমোট ১৫৭৪ জন সদস্যের মধ্যে ১২ লাখ ৫৯ হাজার ২০০ টাকা প্রদান করা হবে।