1. admin@upokulbarta.news : admin :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোরহানউদ্দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল ফকিরহাটে বিনামূল্যে ৫ দিনের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প ফকিরহাটে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা লালমোহনে নাগরিক সংবর্ধনায় এমপি শাওন: নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দীনের মনোনয়নপত্র জমা দিলেন স্বপন দাশ বহুমুখী কল্যাণকর কাজে নিয়োজিত তরুণ সংগঠক জহিরুল ইসলাম কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ সংক্রান্ত ডর্‌প এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ওয়ার্ড প্রতিনিধি সভা অনুষ্ঠিত ফকিরহাটের পিলজঙ্গ ইউপির উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত ফকিরহাটের নলধা মৌভোগ ইউপির উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

ভোলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহিরাগতদের দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ

ভোলা প্রতিনিধি:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৪৫ বার পঠিত

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে মধ্যে বাপ্তা হাজির হাট এর পূর্ব পাশে নুরুল হক মাওলানা বাড়ীতে এ ঘটনা ঘটে। নিষেধাজ্ঞা চলমান মামলার বাদী ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীদের দ্বারা যবরদস্ত করে জমি দখল, ঘর উত্তোলন ও বসতি ঘরের পাশে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন বলে অভিযোগ করেন। তিনি আরো বলেন, দীর্ঘ তিন বছর যাবত এ জমি নিয়ে বিরোধ চলে আসছে। একে একে এ বিষয়ে ভোলা জজ কোর্ট ও এটিএম কোর্টে চারটি মামলা হয়েছে। এ জমির বিষয়ে আদালত নিষেধাজ্ঞা জারি করেছে। যা এখনো চলমান রয়েছে। অথচ আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায় সময় বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে হামলা-মামলা ও হত্যার হুমকি দিয়ে আসছে অভিযুক্ত লাকি আক্তার, হারুন ও নূরে আলম। আজ সকালে ভাড়াটিয়া সন্ত্রাসী রুবেল ও সাব্বির, সহ ৬/৭ জন মিলে ঘটনাস্থলে এসে প্রভাব খাটিয়ে বাদীপক্ষকে হুমকি ধামকি দিয়ে জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে যায়। বাধ্য হয়ে বাদী ফজলুল ফজলুর রহমান ভোলা সদর মডেল থানায় বিষয়টি অবগত করেন। খবর পেয়ে এসআই মেজবা উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে সাব্বির রুবেল সহ ৫ জনকে পুলিশ হেফাজতে নিয়ে আসেন। এ বিষয়ে ভুক্তভোগী ফজলুল রহমান অভিযোগ করে বলেন, আদালতের স্থিতিতাদেশ অমান্য করে নিজের প্রভাব খাটিয়ে জোড় ঝুলুম ও ভাড়াটিয়া বাহিনী নিয়ে জমি দখল করে ঘর নির্মাণ করছেন লাকি আক্তার। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে নিয়ে আসেন। এ বিষয়ে এস‌আই মেজবাহ উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই জমি সংক্রান্ত এমন একটি অভিযোগ পেয়েছি পরে ঘটনা স্থলে গিয়ে ৫ জন সহ অভিযোগ কারিকে পুলিশ হেফাজতে নিয়ে আসি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রত্যক্ষ সাক্ষী মোসলে উদ্দিন, মুনসুর ও বাবু বলেন প্রায় সময় বিভিন্ন ধরনের লোক এসে এ জায়গা জমির বিষয়ে নানা ধরনের হুমকি-ধামকি দিতে থাকেন। আজকেও এরা এসে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন এখানে। এ বিষয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে লাকি আক্তার এর দুলাভাই আব্দুর রহমান চৌধুরী বলেন, তারা সবাই দাওয়াত খেতে গিয়েছে। এই বিষয়ে ভোলা সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, উভয়পক্ষ এসে সমঝোতা করে সমাধান হয়ে গেছে। তাই কোন অভিযোগ না থাকায় আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা