শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের পক্ষ থেকে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে কলেজটির প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এবং অধ্যক্ষ বটু গোপাল দাস এই উপহারসামগ্রী প্রদান করেন।
উপজেলা পরিষদ চেয়ানম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত উপহারসামগ্রী প্রদান অনুষ্ঠানে এসময়ে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী, সদ্য পদায়নকৃত ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মো. মফিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিসেস নিসা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অতীশ সরদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. সাইদা দিলরুবা সুলতানা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হাসিবুর রহমান, আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার শাহীনা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা এটিএম শামীম মাহমুদ, বাহিরদিয়া মানসা ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করীম ফকির, পিলজঙ্গ ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মোড়ল, লখপুর ইউপি চেয়ারম্যান মো. সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু প্রমূখ।
ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের শিক্ষা বিষয়ক বিভিন্ন কার্যক্রম উপহারসামগ্রী প্রদান অনুষ্ঠানে তুলে ধরা হয়।