বাগেরহাটের ফকিরহাট উপজেলায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর জরিপ ও অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। রোববার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার পিলজঙ্গ প্রাচীন জোড়া শিবমন্দির চত্ত¡রে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২০২৩-২০২৪ অর্থ বছরে প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা-বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিনসহ অধিদপ্তরের ৯ সদস্যের একটি দল, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিচালক লাভলী ইয়াসমিনের তত্ত্বাবধানে পরিচালিত জরিপ ও অনুসন্ধান দলের দলনেতার দায়িত্ব পালন করছেন খুলনা আঞ্চলিক দপ্তরের সহকারী পরিচালক মো. গোলাম ফেরদৌস। চলতি অর্থবছরে ৯ সদস্যের সমন্বয়ে গঠিত জরিপ ও অনুসন্ধান দল পর্যায়ক্রমে বাগেরহাটের ফকিরহাট ও মোল্লারহাট উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবেন। উল্লেখ্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সম্পাদিত বাৎসরিক কর্মসম্পাদন চুক্তির আওতায় স্থাবর পুরাকীর্তি অনুসন্ধান এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাঠগবেষণা কাজের অংশ হিসেবে জরিপ ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে জেলার বাগেরহাট সদর, রামপাল ও মোরেলগঞ্জ উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন হয়েছে।
চলতি অর্থবছরে ফকিরহাট ও মোল্লারহাট উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে খুলনা বিভাগীয় আঞ্চলিক কার্যালয়।