ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে জান্নাত নামে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের সাচড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মোঃ মিরাজ এর কন্যা। নিহতের স্বজনরা জানান, তাদের বাড়ীর পাশ্ববর্তী দরুন গ্রামে গত কয়েক মাস পূর্বে সাচড়া গ্রামে এসে নতুন ঘর তোলে। ওইদিন সকালে সে তার মায়ের সাথে বাসায় ছিল। মা কাজে ব্যস্ত থাকার এক পর্যায়ে চোখের আড়ালে ঘরের পিছনের পুকুরে পরে ডুবে যায়। অনেক খোজাখুজির পর পরিবারের সদস্যরা তাকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে। পরে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।