ভোলার লালমোহনে যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর উন্নয়ন সভা ও মৃত্যু দাবী চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর লালমোহন সার্ভিস সেন্টারে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানির লালমোহন সার্ভিস সেন্টারের ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানির কেন্দ্রীয় কার্যালয়ের চীফ মার্কেটিং অফিসার মোঃ শামসুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবু বকর ছিদ্দিক সোহেল, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদা, পৌর যুবলীগের সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের। বক্তব্য রাখেন, যমুনা লাইফের লালমোহন সার্ভিস সেন্টারের কর্মকর্তা পারভীন আক্তার, লাইজু আক্তার প্রমূখ। উল্লেখ্য, যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানির লালমোহনের গ্রাহক আলোরাণীর মৃত্যুতে তার কন্যা সবিতা রায়ের হাতে ৫১৮০০টাকার মৃত্যু দাবী চেক তুলে দেন নেতৃবৃন্দ।