চাকুরি দেওয়ার নামে প্রতারণার মামলায় গোলাম মোস্তফা’ নামে এক পল্লী চিকিৎসককে ১ বছর ২ মাসের সশ্রম কারাদণ্ড আদেশ দিয়েছেন আদালত। কারাদন্ডাদেশ প্রাপ্ত আসামী মোহনপুর উপজেলার ধুরইল রিফুজিপাড়া এলাকার মৃত আব্দুস জব্বার ঘোষের ছেলে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজশাহী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মারুফ আল্লাম এই রায় দেন। জানা গেছে, প্রতারক গোলাম মোস্তফা পাবনার ঈশ্বরদী রুপপুর পারমানবিক কেন্দ্রে আকর্ষণীয় বেতনে চাকুরির নামে মামলার বাদী একই এলাকার মেহেদী হাসান ওরফে মেহেদুলের কাছ নগদ ৮০ আশি হাজার টাকা নেন। চাকুরি না দিয়ে দিনের পর দিন ভ্যানচালক কলেজ শিক্ষার্থী মেহেদুলকে ঘোরাতে থাকে প্রতারক গোলাম মোস্তফা। এরপর টাকা ফেরত পেতে আসামি গোলাম মোস্তফার বিরুদ্ধে ২০২১ সালের ডিসেম্বর মাসে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী মেহেদুল। মামলা নম্বর ৩১৯সি/২০২১ মোহনপুর। আদালত মামলাটি আমলে নিয়ে মোহনপুর থানাকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলেন। থানার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদ শেখ তদন্ত শেষে আদালতে টাকা পাওয়ার সত্যতা আছে বলে প্রতিবেদন দাখিল করেন। বাদির আইনজীবী রাজশাহী জজকোর্ট অ্যাডভোকেট শহিদুল ইসলাম জানান, বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ আসামি গোলাম মোস্তফা’র বিরুদ্ধে আনীত অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ আসামী গোলাম মোস্তফাকে দোষী সাব্যস্ত করে ১ বছর ২ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। রায়ের পর পুলিশ তাকে জেল হাজতে প্রেরন করেছেন। আসামী গোলাম মোস্তফা’র বিরুদ্ধে আদালতে ৪২০/৪০৬ ধারায় আরো দুটি মামলা চলমান রয়েছে বলেও জানা গেছে। প্রতারক গোলাম মোস্তফার কারাদন্ডের বিষয়টি এলাকায় চাওর হওয়ায় একজন ভ্যান চালক আদালতের কাছে ন্যায় বিচার পাওয়ায় এলাকায় খুশির বন্যা বইছে এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।