ভোলার বোরহানউদ্দিনে ডাচ্ বাংলা ব্যাংক (এজেন্ট ব্যাংকিং) আউটলেট শাখার উদ্দ্যোগে গ্রাহক সেবা ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
সোমবার বিকালে দরুন বাজার ডাচ্ বাংলা ব্যাংক (এজেন্ট ব্যাংকিং) আউটলেট শাখার সামনে এ সভা হয় ৷ এজেন্ট ঢালী ষ্টোরের স্বত্বাধিকারী নেছার উল্লাহ ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্ বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার (ভোলা) মোঃ আবুল খায়ের ৷ এসময় তিনি উক্ত ব্যাংকের লেনদেন, গ্রাহক সুবিধা ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে গ্রাহকদের ধারনা দেন এবং সচেতন করেন ৷ এসময় উপস্থিত বিভিন্ন গ্রাহকের কাছ থেকে গ্রাহক সেবা সম্পর্কে অভিযোগ ও পরামর্শ শুনেন ৷
অনুষ্ঠানে ইউপি সদস্য কয়ছের আহমেদ পরী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন ও গ্রাহকরা উপস্থিত ছিলেন ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সবুজ ঢালী ৷