কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশের একজন নাগরিক প্রতি বছর মাত্র ২০ কেজি কার্বন উদ্গীরণ করে। ইউরোপ-আমেরিকার উন্নত দেশের একজন নাগরিক উদ্গীরণ করে ২০ টন! তাঁদের কারণেই জলবায়ু পরিবর্তনের মতো সংকট তৈরি হয়।
আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছিলেন, জলবায়ুর নামে আমরা কোন ঋণ নেব না। সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠানগুলো আবার এগিয়ে এসেছে, তাঁরা জলবায়ুর নামে পুরাতন-ক্ষতিকর প্রযুক্তি গছিয়ে দিতে চায়, আমাদের ঋণের ভার্যা জর্জরিত করতে চায়। দেশে একজন শিশু জন্ম নিচ্ছে ১ লাখ ২০ টাকার ঋণের ভার নিয়ে, কয়েক বছর আগেও এটা ছিলো মাত্র ৯ হাজার টাকা। ধনী দেশগুলো আমাদের শত শত বছর ধরে শোষণ করেছে,এখন আবার ১ ডলার ঋণ দিয়ে ৯ ডলার ফেরত নিয়ে যাচ্ছে।
রেজাউল করিম চৌধুরী,
নির্বাহী পরিচালক, কোস্ট ফাউন্ডেশন।