লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতারক চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন। বিভিন্ন কৌশলে এসব প্রতারক চক্র ব্যবসায়ী ও সাধারণ মানুষকে জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এদের পিছনে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের সোয়েব পিং আঃমন্নান, এরশাদ পিং মৃত শাহজাহান, ছিদ্দিক পিং জামাল উদ্দিন , খোকন পিং আবুল কালাম, শাহিন পিং হানিফ, রাহাদ পিং হান্নান
এরা একটি অপরাধী চক্র এরা এলাকার সম্মানিত ব্যক্তিদেরকে সু- কৌশলে ব্লাকমেইল করে মোটা অংকের চাঁদা দাবি করে।
এলাকার কলেজ পড়ুয়া রাকিব পিং আলাউদ্দিন এর নিকট থেকে ব্লাকমেইল করে ২ লক্ষটাকা চাঁদা দাবি করে।
এদের কবল থেকে এলাকার মানুষ বাঁচতে চায়।
মাহিনুর নামক জনৈক মহিলার কাছেও এরা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। এরা চিহ্নিত চাঁদাবাজ বলে স্থানীয়রা জানান।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এসব প্রতারক চক্রের কথা শুনেছি। এরা বিভিন্ন লোকজনকে ব্লাক মেইল করে চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠেছে। এখন থেকেই প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় এসব প্রতারক চক্রের বিরুদ্ধে সচেতন হতে হবে। তা না হলে ভবিষ্যতে এলাকায় আরও বড় ধরণের ঘটনা ঘটতে পারে।