ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন প্রয়াত এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞার ছেলে মাইনুল হাসান তুষার। ওই আসনে মনোনয়ন পেয়েছেন শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
রোববার (৮ অক্টোবর) রাতে রাজধানীতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এক সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মনোনয়ন পাওয়া শাহজাহান আলম সাজু স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক পদে আছেন। এছাড়া তিনি আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য। সাজু কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।