1. admin@upokulbarta.news : admin :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোরহানউদ্দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল ফকিরহাটে বিনামূল্যে ৫ দিনের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প ফকিরহাটে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা লালমোহনে নাগরিক সংবর্ধনায় এমপি শাওন: নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দীনের মনোনয়নপত্র জমা দিলেন স্বপন দাশ বহুমুখী কল্যাণকর কাজে নিয়োজিত তরুণ সংগঠক জহিরুল ইসলাম কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ সংক্রান্ত ডর্‌প এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ওয়ার্ড প্রতিনিধি সভা অনুষ্ঠিত ফকিরহাটের পিলজঙ্গ ইউপির উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত ফকিরহাটের নলধা মৌভোগ ইউপির উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

কেয়ার টেকার সরকার,কেন্দ্রীয় আমীর সহ নেতৃবৃন্দ ও আলেম ওলামার মুক্তি দাবিতে ভোলায় জামায়াতের বিক্ষোভ

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৭১ বার পঠিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার উদ্যোগে কেয়ার টেকার সরকার প্রতিষ্ঠা, জামায়াতের কেন্দ্রীয় আমীর ডাক্তার শফিকুর রহমান ও কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ সকল নেতৃবৃন্দ ও আলেম ওলামার মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাস স্ট্যান্ড এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলা ফায়ার সার্ভিস স্টেশন এর সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশের সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোঃ হারুনুর রশিদ।

জামায়েত ইসলামীর এই নেতা তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ২০১৪ সালে ১৫৪টি সিট বিনা ভোটে সংসদ সদস্যদের জয়ী ঘোষণা দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। সাধারণ জনগণের ভোটাধিকার হরণ করেছে আর জন্য জনগণের ভোটের দরকার হয় নাই। এই ভোট চোরেরাই আবার ২০১৮ সালে দিনের ভোট রাতে করে অবৈধ সংসদ গঠন করেন। উভয় নির্বাচনে অবৈধ ভাবে ক্ষমতা দখল করেন। ২০২৩ সাল জাতীয় নির্বাচনের বছর সরকারকে বলবো অনতি বিলম্বে কেয়ারটেকার সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন। অন্যথায় গণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে। এ ব্যাপারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি তার বক্তব্যে আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর জামায়াত ডাঃ শফিকুর রহমানকে প্রায় ১১ মাস মিথ্যা মামলা দিয়ে অন্যায় ভাবে গ্রেফতার করে আটকে রেখেছেন এই সরকার। আমরা এই অন্যায় ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের অনতিবিলম্বে মুক্তির দাবি করছি। সরকার ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল হয়ে বিরোধী নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আগামী দিনে কেয়ার টেকার সরকার
প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি।

জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ইসরাইল হোসেন মনির, জেলার রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক জিয়াউল
মোর্শেদ। অর্থ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন
জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলার আমীর মাওঃ কামাল হোসেন, ভোলা পৌর জামায়াতের সেক্রেটারী মোঃ রুহুল আমিন, জেলা ইউনিটের সদস্য মোঃ আমীর হোসেন। সদর উপজেলা সেক্রেটারী মাওঃ আব্দুল গাফফার, সহকারি সেক্রেটারি আবু জাহান কবির। ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সভাপতি মোঃ নাহিদ হাসান সহ কয়েক শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা