বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি (বি.টি.এ)বরগুনার বামনা উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি পদে অঞ্জন চ্যাটার্জী এবং সাধারণ সম্পাদক পদে মো.হাফিজুর রহমান নির্বাচিত হন।
২০১৬ সালের পর আজ শনিবার(৩০ সেপ্টেম্বর) ২০২৩ ইং শনিবার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সমিতির সাবেক সভাপতি নূরুল হক খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ,মুক্তি যুদ্ধের ৯নং সেক্টরের সাব সেক্টর হেড কোয়ার্টার হিসেবে ব্যাবহৃত বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সন্মানিত প্রধান শিক্ষক, বামনা উপজেলা শিক্ষক সমাজের অভিভাবক হিসেবে খ্যাতি অর্জনকারী বাবু অঞ্জন চ্যাটার্জীকে সভাপতি এবং হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক,যিনি শিক্ষকদের ভাগ্য উন্নয়নের নিবেদিত প্রাণ মো.হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।
বামনা উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটুকে প্রধান অতিথি করে সম্মেলন উদ্বোধন করেন বরিশাল আঞ্চলিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল বরণ হালদার।
এ সময় বক্তব্য দেন, বরিশাল আঞ্চলিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.আবুল কালাম, বামনা থানার অফিসার ইন চার্জ মো.মাইনুল ইসলাম, বামনা উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, রামনার ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদার সহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
সন্মেলনে বিটিএ এর বামনা উপজেলার পুরাতন কমিটির বিলুপ্তি ঘোষণার পাশাপাশি নতুন কমিটিতে দ্বায়িত্ব ভার নেয়া সকলে সততা, নিষ্ঠার সাথে অর্পিত দ্বায়িত্ব পালনের দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।