দিনাজপুর শহরের বাস টার্মিনাল এলাকায় প্রকাশ্যে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার রাতে জয়া বর্মন (৩০) নামে ওই নারীকে হত্যা করা হয়।
নিহত জয়া বর্মন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বোনডাঙ্গা গ্রামের স্বপল রায়ের স্ত্রী। তিনি দিনাজপুর বাস টার্মিনালে হোটেল সাউদিয়ায় কাজ করতেন।
দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ জানায়, বুধবার রাতে হোটেলের কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন জয়া বর্মন। টার্মিনাল এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে রাস্তায় কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অপারেশন থিয়েটারে তাঁর মৃত্যু হয়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতে জয়া বর্মনের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও গলা, গাল এবং মাথাসহ বেশ কয়েক জায়গায় ক্ষত রয়েছে।
নিহত জয়ার স্বামী স্বপল রায় বলেন, ‘স্ত্রী বেশ কয়েকদিন ধরে অজ্ঞাতপরিচয় একজনের সাথে কথা বলত। এ নিয়ে কয়েকবার তাঁকে জিজ্ঞাসা করেছি। কিন্তু সে পরিবারের সাথে কথা বলছে বলে পাশ কাটিয়ে যায়। তাঁর সাথে আমার কোনো কথা কাটাকাটি হয়নি। ঘটনার সময় আমি অফিসে ছিলাম। পরে লোকমারফত জানতে পারি যে আমার স্ত্রীকে কে বা কারা কুপিয়েছে।’
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ হোসেন বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গৃহবধূর মরদেহ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া হত্যাকারীকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।’