আগামী ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সাচড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা। সভায় উক্ত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিহাব মৃধার উপস্থাপনায় বক্তব্য রাখেন, যুবলীগ সভাপতি আলম মৃধা, সাধারন সম্পাদক সেলিম সিকদার, আ’লীগ নেতা আবুল হোসেন খা, রফিজল হক মীর, শাহবুদ্দিন মেম্বার, মামুন খান, কালাম মীর, নুরনবী সিকদার, কামাল হাওলাদার প্রমুখ। এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপুস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগামী ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে কেককাটা, র্যালী ও আলোচানা সভা সহ বিভিন্ন কার্যক্রম ঘোষনা করা হয়।