স্থানীয় সরকারের সকল কর্মকান্ডে জনঅংশগ্রহণ নিশ্চিত করলে স্বচ্ছতা ও জবাবদিহীতা বৃদ্ধি পায়। এসডিজি অর্জনে তাই ইউনিয়ন পরিষদের সকল কর্মকান্ডে স্ট্যান্ডিং কমিটিসহ জনঅংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচীতে এসব কথা বলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া ইউনিয়ন পরিষদ চত্তরে উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জাতীয় স্থানীয় সরকার দিবস আয়োজিত কর্মসূচীতে ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম ওমরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ¦ সিদ্দিক আলী ও সাংগঠনিক সম্পাদক ইমরান আলী লিটু।
ইউপি সচিব শেখ মতিয়ার রহমানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সাবেক চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, শিক্ষক শেখ শহীদুল্লাহ, শংকর কুমার সরদার, আ’লীগ নেতা তুষার কান্তি কুন্ডু, ইউপি সদস্য প্রদীপ অধিকারী ও মনিরুল ইসলাম বায়োজিত। এর আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা এলাকার প্রধান সড়ক প্রদিক্ষন করে।