বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে বাগেরহাটের ফকিরহাটে চিত্রা নদীতে ২ দিন ব্যাপি ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে আসেন অসংখ্য মানুষ। নদীর দুই কূলে ও নৌকায় চড়ে হাজার হাজার মানুষ আনন্দ উপভোগ করে।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের চিত্রা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোম ও মঙ্গলবার (১৮ ও ১৯ সেপ্টেম্বর) চিত্রা নদীর গোদাড়া গেট এলাকায় ৬৩তম এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে অনুষ্ঠিত ত্রি-পল্লী মাঝি মিলন সংঘের আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচ দেখতে নদীর দুপাড়ে নানা বয়সী হাজার হাজার নারী পুরুষ দর্শনার্থী ভিড় করে। এ সময় নৌকা বাইচের বাদ্যযত্রের তালে তালে ও দর্শনার্থীদের কলতানে আশপাশের পরিবেশ মুখরিত হয়ে ওঠে।
নৌকা বাইচে ১২টি নৌকা অংশগ্রহণ করে। নদীতে নৌকা বাইচ দেখতে আসা অসংখ্য দর্শনার্থী নদীর দুই কূল ছাপিয়ে ট্রলার ও নৌকায় নদী ভ্রমনের মধ্য দিয়ে নৌকা বাইচ উপভোগ করেন। বাইচে প্রায় ৩০ হাজার দর্শনার্থী উপস্থিত ছিলেন।
নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার। বিশেষ অতিথি ছিলেন নলধা মৌভোগ ইউপি চেয়াম্যান সরদার আমিনুর রশীদ মুক্তি। সভাপতিত্ব করেন নরেন্দ্রনাথ মজুমদার।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দল খুলনার তেরখাদা উপজেলার ‘মা কামনা মাঝি সংঘ’ বিজয়ী দলকে ফ্রিজ, রানার আপ দল চিতল মারী উপজেলার একতা কলিগাতি কে ফ্রিজ ও তৃতীয় স্থান অধিকারী মা-বাবার আশীর্বাদ দলকে এলইডি টেলিভিশন প্রদান করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার।