পটুয়াখালীতে সল্প আয়ের অসহায় অস্বচ্ছল অসুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল থেকে ২৭ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
আজ সকালে পটুয়াখালী জেলা শহরের ফায়ার সার্ভিস সড়কস্থ সিটি সেন্ট্রারের মিলনয়তনে উপকার ভোগীদের মধ্যে এসব চেক হস্তান্তর করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী আশরাফ।
পটুয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ(শাহজাহান ভুঁইয়া) সহ অন্যান্যরা।
এসময় আলী আশরাফ বলেন, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী মানবতার নেত্রী শেখ হাসিনা’র জন্য সকলে দোয়া করবেন। তিনি যেন আবারও প্রধানমন্ত্রী হতে পারেন। তাহলে কোন মানুষ আর অভাব দুঃখ কষ্ট এবং রোগে ভোগতে হবে না। মানুষের ঘর ছিলোনা, তারা ঘর পেয়েছে, রাস্তা ঘাট, পুল ব্রিজ কিনা হয়েছে। সামনে ক্ষমতায় আসতে পারলে উন্নত দেশের নাগরিকদের মত বাংলাদেশের মানুষ সুবিধা পাবে।
উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা পটুয়াখালী জেলার সহাস্রাধিক অসহায়, অস্বচ্ছল, অসুস্থ গরীব মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল থেকে আর্থিক অনুদানের লক্ষ লক্ষ টাকার চেক বিতরন করছেন। এছাড়াও তিনি অস্বচ্ছল ও অসুস্থ সাংবাদিকদের জন্যও প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল হইতে আর্থিক অনুদানের লক্ষ লক্ষ টাকার চেক বিতরন করে মানবিকতার পরিচয় দিয়েছেন।