কৃষি উন্নয়নের জন্য আন্তর্জাতিক তহবিল (ইফাদ) এর পাকিস্তান ও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সহ এসএসিপি প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তারা কৃষকদের তৈরি নিরাপদ সবজি খেত পরিদর্শন করেছেন। বাগেরহাটের ফকিরহাট উপজেলার মডেল বেতাগা ইউনিয়নে মাছের ঘেরের আলে কৃষক কিষাণীদের লাগানো এসব সমন্বিত সবজি প্লট বুধবার পরিদর্শন করেন।
ইফাদ এর পাকিস্তান কান্ট্রি ডিরেক্টর ফার্নান্দা থোমাস দা রোচা’র নেতৃত্বে প্রতিনিধি দলটি উপজেলার ধনপোতা ও মাসকাটার বিভিন্ন নিরাপদ সবজি ক্ষেত পরিদর্শন করেন। এসময় বেতাগা রিসোর্স সেন্টারে অবস্থিত কৃষক স্কুল পরিদর্শন ও কৃষক-কৃষাণীদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাট এর উপ-পরিচালক কৃষিবিদ শংকর কুমার মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইফাদ পাকিস্তান এর কান্ট্রি ডিরেক্টর ফার্নান্দা থোমাস দা রোচা, বিশেষ অতিথি ছিলেন এফএও উপদেষ্টা ও জ্যেষ্ঠ কারিগরি কর্মকর্তা কাটারজিনা জাপলিকা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসএসিপি’র প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক, বিএডিসি’র খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. জামান ফারুক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুসরত জাহান, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, সোলায়মান মন্ডল, নবনিতা জোদ্দার ও বিপুল কুমার পাল।
প্রতিনিধিদল ঘেরের পাশে চাষকৃত নিরাপদ সবজির বিভিন্ন খেত পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় তাঁরা নানাধরনের পরামর্শ প্রদান করেন।