1. admin@upokulbarta.news : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৩ পূর্বাহ্ন

ভোলার মনপুরায় পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩ বার পঠিত

ভোলা জেলার মনপুরা উপজেলায় নিখোঁজের ১০ ঘন্টা পর পুকুর থেকে সুরমা বেগম (৩৩) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে রহমানপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুরমা বেগম ঐ ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল এশার নামাজের পরে সুরমা বেগম ঘর থেকে বের হলে সে আর ঘরে ফিরে আসে না।

অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। দীর্ঘ ১০ ঘন্টা পর আজ সোমবার সকাল ৭টা ১৫ মিনিটের সময় পুকুরে এই গৃহবধুর লাশ ভাসতে দেখেন তার পরিবারের সদস্যরা। খোজ নিয়ে জানাজায়, সুরমা বেগম শারীরিক প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলেন। পরে বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে পরিবার লাশটি উদ্ধার করেন। এ ব্যাপারে মনপুরা থানার পুলিশ ইন্সপেক্টর (নিঃ) মোঃ লুতফুর রহমান জানান, গৃহবধু সুরমার লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তবে সে কীভাবে মারা গেল বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সংক্রান্তে মনপুরা থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়া দিন আছে। যার মামলা নং-২৭

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা