ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড কুলচরা গ্রামে রিয়াজ উদ্দিন হাওলাদারের বাড়ীতে ডাকাতি করতে এসে আল আমিন নামে এক ডাকাত স্থানীয়দের হাতে আটক হয়েছে। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মোতালেব বেপারীর ছেলে আল আমিন। তার সাথে ইব্রাহিম ও মিরাজ নামে আরও দুই ডাকাত ছিল। তারা পালিয়ে গিয়েছে।
রোববার সন্ধ্যার পরে রিয়াজ হাওলাদারের বাড়ীতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় রিয়াজ হাওলাদারের স্ত্রী পাশের বাড়ীতে একটি অনুষ্ঠানে ছিল। ধৃত ডাকাত আল আমিনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। স্থানীয়রা জানান, ডাকাত আল আমিন দীর্ঘদিন ধরে ফেরি করে এলাকায় বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে মালামাল বিক্রয় করতেন। ইতিপূর্বে লালমোহন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর বাসাসহ বিভিন্ন এলাকায় এধরণের ডাকাতির ঘটনা ঘটেছে।