অত্যান্ত দু:খের সাথে জানাচ্ছি যে কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া নিবাসী ( মরিচ বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দৈনিক উপতকুল বার্তার যুগ্ম প্রকাশক মো: আসাদুজ্জামানের ছোট খালু ( লিয়াকত আলী জোমাদ্দার) এর পিতা “মো: হাতেম আলী জোমাদ্দার (৮৫), আজ বিকেল ৪:৫০ মিনিটের সময় আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন” সকলে দোয়া করিবেন আল্লাহ রাব্বুল আলামিন যেনো নানা ভাইকে
জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
মরহুমের জানাজা নামাজ আগামীকাল ০৮-০৯-২০২৩ ইং রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।