স্টাফ রিপোর্টারঃ বন্দর লক্ষ্মণখোলা ঈদগাহ মাঠের সাথে অদ্য ৭ই- সেপ্টেম্বর-২০২৩ বৃহস্পতিবার সকাল ৭ টায় নয় মাসের অন্তঃসত্ত্বা তানহা আক্তার নামে গৃহবধূর হত্যা স্বামী সহ পরিবারের সবাই পলাতক।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় এক বছর আগে বন্দর ইউনিয়নের তিনগাঁ এলাকার শাহ নুরের মেয়ে তানহার সাথে লক্ষ্মণখোলার মোজ্জাম্মেলের ছেলে ইসলামি রিতীমতে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।হঠাৎ করে এমন ঘটনা এলাকাবাসী শোনে বিস্মিত।
অন্তঃসত্ত্বা গৃহবধূ তানহার বোন জানান আমার বোনকে তার স্বামী আরিফুল ইসলাম (বাবু) গলাটিপে হত্যা করেছে তা স্পষ্ট দাগ হয়ে আছে আমরা আমার নিরঅপরাধ বোনের হত্যার বিচার চাই।
মেয়ের মা কান্নায় ভেঙ্গে পরে হাউ মাউ করে বলেন আমি আমার মেয়ের হত্যার বিচার চাই। খুনি বাবু আমার মেয়েকে মেরে ফেলেছে।
এলাকাবাসী বলেন ছেলে ভালো মানুষ কি কারনে কেন এমন নির্মম ঘটনা ঘটলো আমরা এলাকাবাসী এর সঠিক তদন্তের বিচার চাই।