লালমোহনে পানিতে ডুবে রিপা আক্তার (২৭) ও তার মেয়ে ফাতেমা বেগমের (দুই মাস) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার ভোরে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড (কর্তার কাচারি) গাইন বাড়ীতে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, চরভূতা গাইন বাড়ির নসু মিয়া গাইন দীর্ঘদিনধরে তার পরিবার নিয়ে ঢাকা মোহাম্মদপুর থাকেন। তার ছোট মেয়ে রিপাকে মাগুড়ার মোঃ সেলিম নামে এক ছেলের কাছে বিয়ে দেয়। রিপার প্রথম ৮ বছরের একটি মেয়ে আছে। দুই মাস আগে রিপার আরেকটি মেয়ে হয়। মেয়ে হওয়ারপর রিপা আক্তার তার বাবার বাড়ীতে বেড়াতে আসে। এরমধ্যে রিপা ও তার মেয়ে ফাতেমা অসুস্থ হয়ে পড়ে। তবে রিপার হাই প্রেসার ছিল বলে তার পরিবার জানান।
সোমবার রাতে খাওয়াদাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ে। ভোররাতে রিপার বড় মেয়ে ঘুম থেকে উঠে মা ও ছোট বোনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। পড়ে রিপার ছোট ভাই হৃদয় পুকুরের ঘাটলায় গিয়ে দেখে তার বড় বোন ও ভাগনি পুকুরে ভাসতেছে। এ সময় তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে।
খবর পেয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুুতি চলছে।