বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন অভিযোগে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কাটাখালী এলাকায় অভিযানে ৬টি প্রতিষ্ঠানে মোট ৮হাজার ৯’শ টাকা জরিমানা ও রবিবার ৭টি প্রতিষ্ঠানে একই অভিযোগে ৮হাজার ২’শ টাকা জরিমানা করা হয়। এসময় থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নোংরা পরিবেশ ও লাইসেন্স না থাকায় বাসমতি খাবার হোটেলে ২হাজার, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় স্বপ্নপুরি আবাসিক হোটেলে ৫হাজার ও সাইফুল ইসলামের আবাসিক হোটেলে ১হাজার, রাস্তার পাশে সরকারি জায়গা দথল করে ব্যবসা পরিচালনা করায় ওয়ার্কশপ মালিক এনামুল কবীরকে ২’শ ও আ. হামিদকে ২’শ এবং জিল্লাল স্টোরে লাইসেন্স না থাকায় ৫’শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রোববারের অভিযানে সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করায় রাধাগোন্দি মিষ্টির দোকানে ২হাজার, ভাই ভাই বেকারীকে ৫’শ, সৌরভ স্টোরকে ২’শ, শহীদুল স্টোরকে ২হাজার ও মিজান স্টোরকে ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ থাকায় একটি ড্রিংকিং ওয়াটারে ১হাজার টাকা ও প্রয়োজনীয় কাজগপত্র নাবায়ন না করায় মূলঘর আয়শা বেকারীকে ২হাজার টাকা জরিমানা করা হয়।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী এ তথ্য নিশ্চিত করে বলেন বিভিন্ন কারনে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান চলামান থাকবে বলে তিনি জানান। #