বাগেরহাটের ফকিরহাটে দশ দিনব্যাপী আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক কোর্সের ৯৫তম ব্যাচের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজর স্বপন দাশ অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশি খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক শেখ হারুনর রশীদ । বিশেষ অতিথি ছিলেন মাউশি খুলনা অঞ্চলের উপ-পরিচালক এস কে মোস্তাফিজুর রহমান ও মাউশি খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মো. ইনামুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ নাজমুল হুদা।
স্বাগত বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন সরকারী কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহীদুর রহমান, সহকারী প্রোগ্রামার শাহিনা আক্তার, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুখুল ইসলাম, বেতাগা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী শেখ, একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামান প্রমুখ। প্রশিক্ষণ প্রদান করেন রেনেসা রহমান মুনমুন ও ইমতিয়াজ আহম্মেদ।
উল্লেখ্য ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪জন শিক্ষক অংশগ্রহণ করেছেন।