আজ ২৮/০৮/২০২৩ খ্রি. তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় ভোলা সদর উপজেলার তুলাতুলী বাজার এলাকায় “Promoting Agricultural Commercialization and Enterprises (PACE)” প্রকল্পের আওতায় “ভৌত অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অংশগ্রহণমূলক স্বাস্থ্য সম্মত বাজার ব্যবস্থা শক্তিশালীকরণ” শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্পের মাধ্যমে তুলাতুলী বাজার উন্নয়ন এর শুভ উদ্বোধন করেন মান্যবর জেলা প্রশাসক জনাব আরিফুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ তৌহিদুল ইসলাম, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন মঈন, জনপ্রতিনিধিবৃন্দ, বাজার কমিটির সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, সুধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ এমদাদ হোসেন কবির।