স্টাফ রিপোর্টারঃ
এক সময়ের জাতীয় দৈনিক আজকের কাগজের সম্পাদক ও প্রকাশক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কর্ণেল (অবঃ) কাজী শাহেদ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাতে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে মহান আল্লাহর ডাকে সারাদিয়ে চলে গেছেন। কাজী শাহেদ আহমেদ এর মৃত্যুতে সাংবাদিকের মধ্যে শোকের ছাঁয়া নেমে এসেছে। কাজী শাহেদ আহমেদ ছিলেন, সাংবাদিক সৃষ্টির কারিগর। তাঁর প্রকাশিত আজকের কাগজ পত্রিকা এক সময় সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল। কাজী শাহেদ আহমেদ আজকের কাগজ পত্রিকার প্রতিনিধিদের সম্মেলন করে কিভাবে বস্তুু-নিষ্ঠ সংবাদ, ফিচার ও প্রতিবেদন তেরি করতে হয় সেসব বিষয়ে প্রশিক্ষণ দিতেন। মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন। আমিন