পটুয়াখালী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রামান্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত।
সোমবার দুপুরে বদরপু শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে বিদ্যালয়ের সভাপতি সাইদুর রহমান মুক্তা মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা অনিমেষ কান্তি হালদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ সোয়েব মিয়া, বদরপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরোদ লাল বৈদ্য, সমাজ সেবক ইসমাইল হোসেন দলা মিয়া। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ৭ম শ্রেনীর জান্নাত ও অষ্টম শ্রেণির সাকিবুল।
এসময় বদরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য কামরুল হাসান ও ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ কামাল হোসেন ভূইয়া সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্ম শিক্ষক নাসিম বিল্লা।
এর পূর্বে বঙ্গবন্ধুর বিভন্ন কর্মকাণ্ডের উপর প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়।