কোস্ট ফাউন্ডেশনের অয়োজনে দাতাসংস্থা সুইডবায়ো এর অর্থায়নে অংশীদারীত্বের ভিত্তিতে বাস্তবায়িত SSF Gender mainstreaming: Governance in ecosystem-based coastal and Traditional aquaculture fishery Management প্রকল্পে ভোলা সদর ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে সকাল ১০টায় নারী নেটওয়ার্ক কমিটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
কোস্ট ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার সোহেল মাহমুদের সঞ্চলনায় ভেদুরিয়ার নারী সদস্যদের নেতৃত্ব উন্নয়ন পরামর্শদাতাদের সাথে সমন্বয় সাধন করে জেলে পরিবারে সরকারী সেবা পেতে স্থানীয় নারীদের ক্ষমতায়নে জীবনমান উন্নয়নে নারী নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়েছে ।
সমন্বয় সভায় ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:কামাল হোসেনের সভাপতিত্বে কোস্ট ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার রাশিদা বেগম, হিসাবএন্ড প্রশাসন মো: ইব্রাহিম সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যগন ।
সমন্বয় সভায় সভাপতি বলেন, জেলে পরিবারের সরকারী সেবা সমূহ বলেন, আমি কমিটির সফলতা কামনা করেন ।
সভাপতি ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, নারী নেটওয়ার্ক কমিটি ইউনিয়ন পরিষদের সেবা পেতে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে ।
তিনি কমিটির দায়িত্ব দিয়ে কথা বলেন,উপকূলীয় ইকোসিস্টেমের উপকূলীয় নীল অর্থনীতি উদ্দোগের প্রভাব সম্পর্কে জেন্ডার আর্থসামাজিক ও পরিবেশগত বিষয়ে আলোচনা হয় ।