লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে মারপিটে ৩ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বয়াতী বাড়ির মোঃ ইসমাইল (৭০) গংদের উপর গত ২৭ আগস্ট রবিবার সকাল সাড়ে ০৮ টার সময় এ হামলা মারপিটের ঘটনা ঘটে।
৭০ বছর বয়সী বৃদ্ধ মো. ইসমাইল বয়াতী অভিযোগ করে জানান, আমার খরিদা সম্পত্তি এলাকার শালিশ গণ মেপে পিলার করে দেয়। আমরা আমাদের জমি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছি।
ঘটনার দিন সকালে একই বাড়ির গিয়াস উদ্দিন, সেলিম বয়াতী,সিরাজ বয়াতী,রফিক বয়াতী,মোকলেছ বয়াতী আমার জমিনে পিলার উঠিয়ে ফেলে এমন সময় আমার পুত্রবধু তাছনুর ও নাতিন রেহানা বাঁধা প্রদান করলে তাদেরকে এলোপাতাড়ি মারপিট করে এবং আমি তাদের উদ্ধার করতে গেলে আমাকেও মারপিট করে গুরুতর আহত করে। পরে আমাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন। আমরা এখন লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি।
এঘটনায় লালমোহন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার দাবি করেন
এ ঘটনায় প্রতিপক্ষকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।