ভোলায় ব-দ্বীপ ছাত্র কল্যাগ সংসদ সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু । সংগঠনটি মূলত ছাত্রদের অধিকার আদায়ের ও মানবিক কাজগুলো করবে এটি একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন।
এসব সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজের অস্তিত্বে থাকা সৃজনশীলতা, দক্ষতা ও প্রতিভার স্ফুরণ ঘটান। যার প্রভাব পড়ে ব্যক্তিগত ও পেশা জীবনেও। অনেকে আবার ক্যারিয়ার গড়েন এসব প্রতিভার আলোকেই।
আজ ২৫ শে আগষ্ট শুক্রবার মাগরিব বাদ ভোলা সরকারি কলেজ বিএনসিসি রুমে ব-দ্বীপ ছাত্র কল্যান সংসদের আনুষ্ঠানিক পথচলা শুরুর কার্যক্রমের শুভ উদ্ভোদন হয়েছে । পাশাপাশি আহ্বায়ক কমিটি নির্বাচিত ও ঘোষণা করা হয়। এই সাধারণ ছাত্রদের সংগঠনকে গতিশীল করার জন্য আলোচনা সভা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন করা হয়। রাহিম ইসলাম নবনির্বাচিত আহবায়ক, মাহফুজুর রহমান আশিক সিনিয়র যুগ্ম আহ্বায়ক,আব্দুস সামাদ যুগ্ন আহবায়ক, মির আবেগ সদস্য সচিব, আহমেদ আকবর এবং জোনায়েদ হোসেন আনজুম কোষাধক্ষ্য, সিফাত আহমেদ আইন বিষয়ক সম্পাদক জেলা ব-দ্বীপ ছাত্র কল্যান সংসদ। আব্দুস সামাদ আহবায়ক, সাকিবুল ইসলাম সদস্য সচিব ব-দ্বীপ ছাত্র কল্যাণ সংসদ কলেজ শাখা, মো:সোলায়মান আহবায়ক, হেলাল সদস্য সচিব বদ্বীপ ছাত্রকল্যাণ সংসদ উপজেলা শাখা ।
আশিকুর